ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা

হেলপারের ধাক্কায় চাকায় পিষ্ট যাত্রী

আলী হোসেন, ওয়েব এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
হেলপারের ধাক্কায় চাকায় পিষ্ট যাত্রী ছবি: আলী হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাস ভাড়া নিয়ে হেলপার ও যাত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হেলপারে ধাক্কায় ওই গাড়ির নিচে পিষ্ট হয়ে মো. রিপন নামের এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (০২ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীর কুড়িল বিশ্বরোডে এ ঘটনা ঘটে।



রিপন রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা এলকায় শ্যামলী বাস কাউন্টারের সামনে চায়ের দোকনদার ছিলেন বলে জানায় তার বন্ধু শিমুল। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। রিপন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। তার ৩ বছরের একটি মেয়ে রয়েছে।

বাসের যাত্রীরা জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে ছেড়ে আসা তেতুলিয়া পরিবহনের ‍যাত্রী মো. রিপনের সঙ্গে ভাড়া নিয়ে বাসের হেলপারের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হেলপার তাকে (রিপন) ধাক্কা দিলে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিপনের মর্মান্তিক মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ‍ মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।