খুলনা: সাম্প্রদায়িকতাবিরোধী লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মানববন্ধন ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (০২ মার্চ) সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে এসব কর্মসূচি পালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলার অদূরে হাদী চত্ত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান।
এ সময় তিনি অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও এ ধরনের প্রগতিশীল ও মুক্তচিন্তার মানুষের হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার এবং ফাঁসির দাবি জানান।
প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান আরও বলেন, অভিজিৎ রায় দেশে মুক্তচিন্তা ও অসাম্প্রদায়িক চেতনার পথ উন্মুক্ত রাখতে লেখা-লেখি করতেন। তিনি ধর্মান্ধতা, ধর্মীয় অসহিষ্ণুতা ও সন্ত্রাসের বিরোধী ছিলেন। তিনি ধর্মদ্রোহী ছিলেন না এবং কারো ধর্মীয় অনুভূতিতে আঘাতও করেননি।
পরিষদের সভাপতি বলেন, অভিজিৎ রায়ের হত্যাকারীদের সঙ্গে সাম্প্রতিককালে নিহত ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তচিন্তার লেখক শিক্ষাবিদ প্রফেসর হুমায়ুন আজাদ, প্রফেসর আবু তাহের, প্রফেসর শফিকুল ইসলামের হত্যাকারীদের মিল রয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আব্দুল মান্নান, প্রফেসর ড. মো. মনিরুজ্জামান, প্রফেসর ড. আফরোজা পারভীন, প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা, সহযোগী অধ্যাপক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমান, মো. সাদিকুল আমিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫