কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে এ মামলাটি দায়ের করেন কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন।
কিশোরগঞ্জ থানার জামায়াতের আমির মোশারফ হোসেন লোকমানকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ আরো ১২ জনকে মামলায় আসামি করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর এলাকায় বুধবার (০৪ মার্চ) রাত সোয়া ১১টার দিকে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালায়, এতে ১২ যাত্রী দগ্ধ হন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫