ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

১৫ মার্চ আইসিটি বিভাগ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
১৫ মার্চ আইসিটি বিভাগ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ পরিদর্শন করবেন। ধারাবাহিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রীর এই পরিদর্শন।



প্রধানমন্ত্রী আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে অবস্থিত এই বিভাগ পরিদর্শনকালে বিগত দিনে মন্ত্রণালয়ের কাজের পর্যালোচনা, চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া এবং আগামী দিনের কর্মপন্থার বিষয়ে নির্দেশনা দেবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন, আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর পরিদর্শনের সময় বিভাগ থেকে তাদের বিগত দিনের অর্জন, সফলতা তুলে ধরতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আবদুল লতিফ সিদ্দিকীকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বরখাস্তের পর এর দায়িত্ব এখন প্রধানমন্ত্রীর হাতে। জুনাইদ আহমেদ পলক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদারকে পূর্ণাঙ্গ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, মার্চ ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।