ঢাকা: নানা ঘটনায় বিভিন্ন সময় আলোচনায় থাকা মুন্সীগঞ্জের সাবেক পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নারী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর সাময়িক বরখাস্ত হলেন তিনি।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এএসএম ইমদাদুদ দস্তগীর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার হাবিবুর রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে স্ত্রীকে শারীরিক নির্যাতন ও যৌতুকের দাবির পরিপ্রেক্ষিতে হাবিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এরপর মুন্সীগঞ্জের পুলিশ সুপার থেকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়েছে।
গত বছর ২৩ সেপ্টেম্বর হাবিবুর রহমানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে বরগুনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এিএকটি মামলা করেন।
বিচারক বজলুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য বরগুনা সদর উপজেলা বিচারিক হাকিম নোমান মইনুদ্দিনকে দায়িত্ব দেন।
এরপর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সম্প্রতি জামিনে মুক্ত রয়েছেন হাবিবুর রহমান।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫