ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে কৃষি মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বাগেরহাটে কৃষি মেলার উদ্বোধন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: “কৃষিই সমৃদ্ধি এই স্লোগানে বাগেরহাটে শুরু হয়েছে চার দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা ২০১৫।

বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এ জেড এম মমতাজুল করিম।



পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস এ মেলার আয়োজন করেছে। চার দিনব্যাপী এই মেলায় কৃষকদের মাঝে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তি ও কৃষি সাফল্য গাধা তুলে ধরা হচ্ছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনার অতিরিক্ত মহাপরিচালক শেখ হেমায়েত হোসেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নুল আবেদিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু ও উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা প্রমুখ।

এর আগে হযরত খানজাহান (রহ.) মাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে ফিতা কেটে প্রধান অতিথি মেলার উদ্বোধন করেন। এসময় কৃষি ও প্রযুক্তি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

এবারের মেলায় এ অঞ্চলের কৃষি পণ্য ও উপকরণসহ ৩০টি স্টল অংশ নেয়। মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।