ঢাকা: রাজধানীর শাহাবাগ মোড়ে পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে হরতাল ও অবরোধ সমর্থকরা।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ ইবরাহীম খাঁন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের টহল টিমের গাড়ি শাহবাগ মোড় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় আকস্মিকভাবে গাড়িটির সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হননি।
এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এডিসি ইবরাহীম খাঁন।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫