ঢাকা: লেখক-ব্লগার অভিজিৎ রায় স্মরণে তাকে হত্যার ঘটনাস্থলে ৪র্থ দিনের মতো প্রদীপ প্রজ্জ্বলন করেছে গণজাগরণ মঞ্চ।
এদিন প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বদরুন্নাহার নেলিসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিচারহীনতার অপসংস্কৃতি থেকে দেশকে মুক্ত করে ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ রেখে যাওয়ার লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তদের হামলায় খুন হন অভিজিৎ রায়। তাৎক্ষণিকভাবে গণজাগরণ মঞ্চ এর প্রতিবাদে প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে।
তিনদিন টানা অবস্থান পরবর্তী গণসমাবেশ থেকে অভিজিৎ রায়ের খুনিদের গ্রেফতারে সরকারকে সাতদিনের সময় বেঁধে দেয় গণজাগরণ মঞ্চ। এ সাতদিন মঞ্চের পক্ষ থেকে প্রতিদিন সন্ধ্যায়, অভিজিৎ রায় যেখানে খুন হন, ঠিক সেখানে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার এ কর্মসূচির ৪র্থ দিন।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক মানসিকতার প্রতিটি মানুষকে এ প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫