নাটোর: অভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাটোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ শিকদার (৪০) খুন হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
সিরাজ সিকদার শহরের উত্তরপটুয়াপাড়ার মৃত রুস্তম সিকদারের ছেলে। সম্প্রতি তিনি ঝাউতলা গুচ্ছগ্রামে খাস জমিতে বাড়ি করে বসবাস করছিলেন।
অভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে শহরের ঝাউতলা মোড়ে প্রতিপক্ষের লোকজন ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে সিরাজ শিকদারকে কুপিয়ে আহত করে। এসময় তার সহযোগী সোহেল ও সিরাজ এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। এসময় ককটেল ফাটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক সিরাজ শিকদারকে মৃত ঘোষণা করেন।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫