ব্রাহ্মণবাড়িয়া: চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেল রুটে(আপলাইনে) ১১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে লাইনচ্যুত হওয়া ৬টি বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাকি হয়।
এর আগে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগির চাকা লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর সঙ্গে ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন আউটারের পুনিয়াউট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায় নি।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, দীর্ঘ ১১ ঘণ্টা পর চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেল রুটের আপ লাইনে চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫