লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থকরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা দিকে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফয়েজ আহমেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করনে।
তিনি জানান, হরতাল ও অবরোধ সমর্থকরা কার্যালয়ের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় কাগজপত্রসহ কার্যালয়ের বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়।
আগুন দেওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে সেখানে আগুন নেভায়।
এ ঘটনায় ওই বিভাগের নৈশ প্রহরী আবদুল মতিনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পেট্রোলের বোতল।
জেলার সহকারী পুলিশ সুপার মো. নাসিম মিয়া বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরীকে আটক করা হয়েছে।
জড়িতদের আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক একে এম টিপু সুলতান ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫