ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে দুই সাজাপ্রাপ্ত আসামি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বেনাপোলে দুই সাজাপ্রাপ্ত আসামি  আটক ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত পালাতক আসামিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ৫ মার্চ) রাত ৮ টায় বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।



আটকরা হলেন, পোর্ট থানার মহিসাডাঙ্গা গ্রামের মুজিবরের ছেলে সিরাজুল ইসলাম (৩০) ও শার্শার কনেদাহ গ্রামের নুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাজাপ্রাপ্ত পালাতক দুই আসামি গোপনে এলাকায় ফিরে এসেছেন-এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে নিজ নিজ গ্রাম থেকে তাদের আটক করা হয়েছে।

আটকদের শুক্রবার দুপুরে যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।