ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে আব্দুল্লাহ্ আল মামুন মেয়র নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সুন্দরগঞ্জে আব্দুল্লাহ্ আল মামুন মেয়র নির্বাচিত আবদুল্লাহ্ আল মামুন

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জ পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে আবদুল্লাহ্ আল মামুন নির্বাচিত হয়েছেন।

তিনি `নারিকেল গাছ’ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩ হাজার ৪০টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিয়ার রহমান `জগ’ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩৮০ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার শাহীনুর ইসলাম প্রামাণিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত (ইউএনও) রাশেদুল হক প্রধান জানান, নির্বাচনে ৯টি ভোটকেন্দ্রে ৩৬টি বুথে ১২ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৯৯ ও নারী ভোটার রয়েছেন ৬ হাজার ২১১ জন।  

উল্লেখ্য, সুন্দরগঞ্জ পৌর মেয়র ও জামায়াত নেতা নুরুন্নবী প্রামাণিক সাজুর বিরুদ্ধে চার পুলিশ হত্যাসহ একাধিক মামলা ও নানা অনিয়ম-দ‍ুর্নীতির অভিযোগে গত বছরের ১ অক্টোবর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরখাস্ত করে প্যানেল মেয়র হিসেবে লুৎফর রহমান মুক্তাকে দায়িত্ব দিলে মেয়র পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।