মেহেরপুর: বাড়িতে ছাগল যাওয়ায় বাড়ির মালিক প্রতিবাদ করলে একই পরিবারের চার জনকে পিটুনি দিয়েছে ছাগল মালিক ও তার লোকজন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন, বাড়ির মালিক জিল্লুর রহমানের স্ত্রী আছিয়া খাতুন (৫০), ছেলে আশরাফুল ইসলাম (৩০), বাবু বিশ্বাস (৩৪) ও মেয়ে জুলি খাতুন (২২)।
আহত আছিয়া খাতুন বাংলানিউজকে জানান, প্রতিবেশি আব্দুল মতিনের একটি ছাগল আমাদের বাড়িতে আসে। এ ঘটনায় আমি তাদের বলতে গেলে আব্দুল মতিন ও তার স্ত্রী আমাকে গালিগালাজ করে। এ নিয়ে তাদের সাথে আমার বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আব্দুল মতিন ও তার লোকজন আমাদের বাড়িতে এসে পরিবারের সবাইকে বেধড়ক পেটায়।
পরে প্রতিবেশিরা ছুটে এসে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন বলেও জানান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আওলিয়ার রহমান বাংলানিউজকে জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় আহতদের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৩২৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫