ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭ কেজি সোনাসহ উত্তর কোরিয়ার কূটনীতিক আটক হয়েছেন।
আটক কূটনীতিকের নাম- সন ইয়াং ন্যাম (৫০)।
বিমানবন্দর সূত্র জানায়, সন ইয়াং ন্যাম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
ফ্লাইটটি অবতরণ করার পর আগে থেকে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ সব যাত্রীকে তাদের সিটে বসে থাকতে এবং যার যার ব্যাগ হাতে রাখতে বলে। এ সময় যাত্রীদের জানানো হয়, সবার ব্যাগ তল্লাশি করা হবে।
ঘটনার সময় বিদেশি যাত্রী ভেবে কোরিয়ার কূটনীতিক ন্যামকে ছেড়ে দেওয়া হয়।
পরে রাত দুইটার দিকে গ্রিন চ্যানেল পার হওয়ার আগে সন্দেহ ঘনীভূত হলে কাস্টমস কর্তৃপক্ষ ও বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথদল উত্তর কোরিয়ার কূটনীতিক সন ইয়াং ন্যামের গতিরোধ করে।
এ সময় ন্যাম নিজেকে একজন কূটনীতিক ও ব্যাগ তল্লাশিতে আপত্তি জানান এবং তবে নিজের পরিচয় গোপন রাখার চেষ্টা করেন তিনি। এতে আরো সন্দেহ বাড়ে যৌথদলের। এরপর তার ব্যাগ তল্লাশি করলে এর ভেতরে ২৭ কেজি সোনার সন্ধান পাওয়া যায়। এর মধ্যে এক কেজি হাতের বালা, গলার চেইন বাকি ২৬ কেজি সোনা চকলেট আকারে রক্ষিত ছিল।
এদিকে, উত্তর কোরিয়ার আরো তিন কর্মী এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পরে ঘটনাটি জানাজানি হলে রাত চারটার দিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
পরে শুক্রবার সকাল ১০টার দিকে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতের মধ্যে আলোচনা শেষে কূটনীতিকের কাছে পাওয়া ২৭ কেজি সোনা জব্দ করে কাস্টমস ও ভিয়েনা চুক্তি অনুযায়ী, কোরিয়ার রাষ্ট্রদূতের জিম্মায় সন ইয়াং ন্যামকে হস্তান্তর করা হয়।
জানা গেছে, সন ইয়াং ন্যামকে উত্তর কোরিয়া ফেরত পাঠিয়ে সে দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সে দেশ।
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫/আপডেটেড: ০৯৪৯ ঘণ্টা/আপডেটেড: ১৩৪৪ ঘণ্টা