মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌরসভা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৩) গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে জয়পাশা এলাকার সাত নম্বর ওয়ার্ডের পৌর কবরস্থানের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জয়পাশা এলাকার সাত নম্বর ওয়ার্ডের পৌর কবরস্থানের পাশে এক কিশোরীর গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আকলিমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫