ঢাকা: বাংলাদেশে গত ৬০ দিনে রাজনৈতিক সহিংসতা ও জনসাধারণের জীবনযাপনে বিঘ্ন সৃষ্টির ঘটনা বন্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়্যার।
পাশাপাশি অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (০৫ মার্চ) রাতে তিনি এ আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে হুগো সোয়্যার বলেন, ব্রিটেন বাংলাদেশের পুরনো বন্ধু। গত ৬০ দিনের সহিংসতা ও জীবন-যাপনে বিঘ্ন সৃষ্টির ঘটনায় আমি বিশেষভাবে শোকাহত, যা বাংলাদেশে অসংখ্য মানুষের নিরাপত্তা, শিক্ষা ও জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলেছে। গণতান্ত্রিক বাংলাদেশে এ সবের কোনো স্থান নেই।
তিনি বলেন, উৎকণ্ঠা কমাতে এবং একটি অংশগ্রহণমূলক ও সমন্বিত রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করতে যুক্তরাজ্য সব রাজনৈতিক দল, সরকার ও সমাজের অন্যদের সহিংসতা বন্ধ করে আস্থা গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫