মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হাজী নগর চা বাগানের শ্রমিক মনুয়া কলের (৩৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকাল নয়টার দিকে হাজী নগর চা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মনুয়া কল মুন্সিবাজার ইউনিয়নের হাজী নগর চা বাগানের চা শ্রমিক রাম নারায়ণ কলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাজী নগর চা বাগানে একটি কাঁঠাল গাছের ডালে রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় মনুয়া কলের ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫