কুমিল্লা: কুমিল্লা সদরের বৌয়ারা বাজার বিওপির দলকিয়া এলাকায় বিজিবি’র গোয়েন্দা পরিচয়ে চাঁদাবাজি করার সময় মো. রোবায়েত হোসেন তালুকদার (২৮) নামে এক প্রতারককে আটক করেছে ১০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত নয়টায় তাকে আটক করা হয়।
শুক্রবার (৬ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি বিষয়টি নিশ্চিত করে।
আটক মো. রোবায়েত হোসেন তালুকদার পিরোজপুর স্বরুপকাঠি উপজেলার সাকোরকান্দা গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে বৌয়ারা বাজার বিওপির দলকিয়া এলাকায় বিজিবি’র গোয়েন্দা সদস্যের পরিচয় দিয়ে এক যুবক চাঁদাবাজি করছে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন খবর পায় বিজিবি। এ সময় ১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোখলেসুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক রোবায়েত হোসেনকে কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫