ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সাভারের পাঁচ জনকে কুপিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সাভারের পাঁচ জনকে কুপিয়ে আহত ছবি: প্রতীকী

সাভার (ঢাকা): জমি সংক্রান্ত ও পারিবারিক বিরোধের জের ধরে সাভারের হেমায়েরপুরে পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকেরা।

শুক্রবার (০৬ মার্চ) সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে জয়নাবাড়ি এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই এলাকার ফয়সাল হোসেন (৩০) নামের এক যুবক। এ সময় একই এলাকার মুন্না ও আরিফ নামে দুই জন পূর্ব শক্রতার জের ধরে ফয়সালকে গালাগাল করেন।

ফয়সাল এর প্রতিবাদ করলে তাকে পিটিয়ে আহত করে মুন্না ও অরিফ। পরে তার চিৎকারে বাড়ি থেকে তার বড় ভাই সাইফুল ইসলাম ও মা সালমাসহ চার জন এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে গুরতর আহত করে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া।

তিনি বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।