খুলনা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) সকাল ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক দফতর ও সম্মিলিত নারী দিবস উদযাপন পর্ষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপংকর বিশ্বাস।
অ্যাডভোকেট মোমিনুল ইসলামের পরিচালনায় ও খুলনার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, সাবেক কাউন্সিলর হালিমা ইসলাম, নারী নেত্রী রসু আক্তার, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, রাশিদা করিম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নরী দিবস উপলক্ষে খুলনা মহানগরীর আউটার ষ্টেডিয়ামে (জিমনেশিয়ামের সামনে) ৩ দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় মেলার উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
তিন দিনব্যাপী অনুষ্ঠানে সূচির মধ্যে রয়েছে- বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৭টায় ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শনী, শনিবার সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৩টায় খুলনার মিরাক্কেলে অংশগ্রহণকারী ৫জনকে সংবর্ধনা, সন্ধ্যা সাড়ে ৬টায় আঁধার ভাঙ্গার শপথ ও মোমবাতি প্রজ্জ্বলন, সন্ধ্যা ৭টায় ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শনী, ৮মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় মাধ্যমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা, বিকাল ৩টায় মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রোববার বিকাল সাড়ে ৪টায় নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, সন্ধ্যা ৬টায় পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী, সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাত ৮টায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেবেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। রাত সাড়ে ৮টায় সমাপনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫