ঢাকা: লেখক, ব্লগার ও বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ রায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বুয়েটের সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার (০৬ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
মানববন্ধনে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং অভিজিতের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক শিক্ষক ও স্থপতি সামসুল ওয়ারেস, স্থপতি সুব্রত সরকার, প্রকৌশলী ইমরান হাবীব রুমন, তমাল, শম্পা বসু প্রমুখ।
বক্তারা বলেন, দেশের একের পর এক মুক্তমনা লেখকদের খুন করা হচ্ছে। কিন্তু সরকার ও প্রশাসন নির্বিকার। অভিজিৎ হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সন্দেহভাজন একজন ছাড়া কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দেশে এক ধরণের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, হত্যাকারীরা বারবার পার পেয়ে গেলে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার।
এ সময় বক্তারা রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করে সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫