সাভার (ঢাকা): ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে সাভারে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার নারী কর্মীরা।
শুক্রবার (০৬ মার্চ) সকাল ১১টায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পৌর এলাকার গেন্ডা বাস-স্ট্যান্ডে উপজেলা নারী পরিষদের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারকে এগিয়ে আসার আহব্বান জানান। এ সময় দেশের চলমান সহিংসতা বন্ধে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও করার আহ্বান তারা।
মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, জাতীয় মহিলা সংস্থা সাভার শাখার চেয়ারম্যান শবনম তাহমিনা কবির , বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি মিসেস পারভিন ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার নারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫