ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়াগামী লঞ্চে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
দৌলতদিয়াগামী লঞ্চে এক ব্যক্তির মৃত্যু

গোয়ালন্দ: পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে লঞ্চে অসুস্থ হয়ে আনোয়ার সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে দৌলতদিয়াগামী এমভি মনিহার লঞ্চে এ ঘটনা ঘটে।



মৃত আনোয়ার সরদার ফরিদপুরের আলছাডাঙ্গার ফুলিয়া গ্রামের বাসিন্দা।  

দৌলতদিয়‍া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আখতার হোসেন বাংলানিউজকে জানান, আনোয়ার সরদার দৌলতদিয়া যাওয়ার উদ্দেশে পাটুরিয়া থেকে এমভি মনিহার লঞ্চে রওনা হন। পথে মাঝ নদীতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় অন্য যাত্রীরা তার মাথায় পানি দিতে থাকেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আখতার হোসেন আরো জানান, বর্তমানে মৃতদেহ দৌলতদিয়া ঘাটে এমভি মনিহারে রয়েছে। আনোয়ার সরদারের পকেটে থাকা মোবাইল থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ নিতে তার বাড়ির লোকজন ঘাটের উদ্দেশে রওনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।