ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অজ্ঞাতপরিচয় এক যুবককে (২২) কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ভানোর ইউনিয়নের গাঞ্জিগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই যুবককে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও তার মুখ ও হাত পুড়িয়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তার মৃতদেহ যেন সনাক্ত করা না যায় সেজন্য দুর্বৃত্তরা এ কাজ করেছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫