নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের চাপায় লুৎফর রহমান (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই আরোহী।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁ-রাজশাহী মাহসড়কের কুসুম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আবদালপুর গ্রামের বাসিন্দা। আহতদের নাম পাওয়া যায়নি। তবে তারা নিহত লুৎফরের স্বজন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, লুৎফর রহমানসহ তার দুই আত্মীয় মোটরসাইকেলে করে বাড়ি থেকে মান্দা আসছিলেন। পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কুসুম্বা এলাকায় রাজশাহীগামী একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লুৎফরের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫