ঢাকা: লেখক, ব্লগার ও বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে মাঠে নেমেছে ৪ সদস্যের এফবিআই প্রতিনিধি দল।
শুক্রবার (০৬ মার্চ) বেলা দেড়টার দিকে তারা প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন।
বাংলা একাডেমি থেকে প্রতিনিধি দলটি যেখানে অভিজিতকে হত্যা করা হয়েছে সেখানে যাবেন বলে জানা গেছে।
প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কৃষ্ণপদ রায়।
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫