রংপুর: রংপুরে পৃথক সড়ক দুঘর্টনায় এক বৃদ্ধ নিহতসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত জনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে পৌনে দুইটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে রংপুর কেপামধুপুর সড়কের হাজিরবাজারে মোটরসাইকেলের ধাক্কায় আবু বকর (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হন। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক পিস্তল (৩৫) আহত হয়েছেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাত জনকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫