ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে অডিটোরিয়ামে আগুন, কোটি টাকার ক্ষতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
মধুপুরে অডিটোরিয়ামে আগুন, কোটি টাকার ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নব নির্মিত অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।



শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সেলুন মালিক জোগেশ বলেন, বন্ধ অডিটোরিয়ামের ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।   খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে অডিটোরিয়ামের ভেতরে গিয়ে এসি গুলো থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।

ঘটনাস্থলের পাশেই ফায়ার স্টেশন ও নদী থাকায় দ্রুততার সঙ্গে আগুন নিভোনো সম্ভব হয়।   

উদ্বোধন না হওয়া ওই অডিটোরিয়ামের কাজ প্রায় সম্পন্ন ছিল। এসি লাগানো ও সাজসজ্জা শেষ হলেও বিদ্যুৎ সংযোগ চালু ছিল না বলে জানিয়েছেন ঠিকাদার রফিকুল ইসলাম বাবু।

বিদ্যুৎ সংযোগ না থাকায় এখানে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। এটি নাশকতা ছাড়া আর কিছু নয় বলে দাবি করেন ঠিকাদার বাবু।

অপর ঠিকাদার হারুনুর রশিদ হীরা বলেন, ১৮টি এসিসহ সাজসজ্জায় প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে। যার পুরোটাই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।

তবে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) একেএম শাকিল নেওয়াজ জানান, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিক জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে।

ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তাদির আজিজ, সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।