ঢাকা: ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) প্রতিনিধি দলের সহযোগিতায় অভিজিৎ রায় হত্যকাণ্ডের তদন্ত কাজটি এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কৃষ্ণপদ রায়।
শুক্রবার (০৬ মার্চ) বেলা ২টায় বাংলা একাডেমির সামনে অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
তদন্তে উল্লেখ্যযোগ্য অগ্রগতি আসলে পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন কৃষ্ণপদ রায়। মূলত আমাদের সহযোগিতা করতেই এ প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছে।
এর আগে বেলা দেড়টায় লেখক, ব্লগার ও বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে মাঠে নামে ৪ সদস্যের এফবিআই’র প্রতিনিধি দল।
প্রথমে তারা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। এখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা বাংলা একাডেমিতে চলে যান। পরে তারা অভিজিৎ হত্যাকাণ্ডস্থল পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কৃষ্ণপদ রায়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫
** বাংলা একাডেমিতে এফবিআই প্রতিনিধি দল