ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত কিশোরের (১৫) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



পথচারী খায়রুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে ওই কিশোর চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। পরবর্তীতে তিনি গুরুতর আহত কিশোরকে ঢামেকে নিয়ে আসলে দুপুর সোয়া দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজীদ বাংলানিউজকে বলেন, ওই কিশোর অগ্নিবীনা ট্রেনের ছাদে বসে ময়মনসিংহ থেকে ঢাকায় আসছিলো। পথে বিমান বন্দর এলাকায় ইলেক্ট্রিকের তারে লেগে চলন্ত ট্রেন থেকে সে নিচে পড়ে যায়। এতে কিশোরটি গুরুতর আহত হন। পরবর্তীতে ঢামেকে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।