ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

টিপু ও কবির হত্যার বিচার দাবি পরিবারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
টিপু ও কবির হত্যার বিচার দাবি পরিবারের ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত বরিশালের আগৈলঝাড়ার দুই যুবক টিপু হাওলাদার ও কবির হাওলাদার ‘হত্যার’ বিচার দাবি করেছে তার পরিবার।

শুক্রবার (০৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয়তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহত টিপু হাওলাদারের মা রিজিয়া বেগম (৬৯)।


সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বন্দুক যুদ্ধে নয়, বরং পুলিশ হেফাজতেই তার ছেলের মৃত্যু হয়েছে।

পরিবার এ ‘হত্যাকাণ্ডের’ সুষ্ঠু বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহত টিপু হাওলাদারেরর স্ত্রী সোমা আক্তার, দুই কন্যা হাফসা (২) ও আফরোজা (৩ মাস)।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।