লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজারের ইউপি ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, ভোরে বশিকপুর ইউনিয়ন পরিষদ ভবনের নিচ তলায় ভূমি অফিসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাজারের নৈশ প্রহরীরা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে চেয়ার টেবিল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।
এ ঘটনায় জড়িতদের ধরতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই এসআই।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫