ধুনট (বগুড়া): নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বগুড়ার ধুনটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক আনোয়ারা বেগম, অফিস সহকারী রোকেয়া বেগম, ব্র্যাকের কর্মকর্তা সোলায়মান হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫।