ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে গাঁজাসহ একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
মেহেরপুরে গাঁজাসহ একজন আটক ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের বারাদী বাজার থেকে ২ পুরিয়া গাঁজাসহ কেসমত আলী(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কেসমত আলী সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের বেলেপাড়া এলাকার মৃত আমিন মণ্ডলের ছেলে।



শুক্রবার সকাল ১০টার দিকে বারাদী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আক্তার হোসেন বারাদী বাজার থেকে তাকে আটক করেন।

এএসআই আক্তার হোসেন বাংলানিউজকে জানান, আটক কেসমত আলী গোপনে বারাদী বাজারে গাঁজা বিক্রি করছিলেন। এসময় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার পকেট তল্লাশি করে ২ পুরিয়া গাঁজা উদ্ধার হয়।

আটক কেসমত আলীকে ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।