রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার দারুশা ইউনিয়নের কর্ণহার বড়বিল দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (০৬ মার্চ) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
এদের মধ্যে গুরুতর আহত সাজ্জাদ, উজ্জল ও ওসমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য সাজ্জাদের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, কর্ণহার বড়বিলকে কেন্দ্র করে ভূমিহীন ব্যানারে এলাকার জনগণ হুজুরিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলামের সমর্থকরা দু’পক্ষে বিভক্ত হয়ে পড়েছে। এরই মধ্যে মোস্তফার পক্ষে লোকজন বিলের জমিতে বোরো চাষ করে।
এতে বেশ কিছুদিন ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে সকাল সাড়ে ৮টার দিকে তীর, ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে গোলাম মোস্তফা ও রেজাউল ইসলামের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
এদের মধ্যে সাজ্জাদ তীর বিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে গোলাম মোস্তফার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে জানা যায়। খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে থানায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মতিয়ার রহমান।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫