মাগুরা: মাগুরার শালিখার নাঘোষা গ্রামে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার(০৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থেমে থেমে এ সংঘর্ষ চলে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আফজাল হোসেন বাংলানিউজকে জানান, সম্প্রতি নাঘোষা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সদরউদ্দিনের কাছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন পরাজিত হন।
সদরউদ্দিন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপির সমর্থক। আর কামাল হোসেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চুর সমর্থক।
স্কুল কমিটির নির্বাচনের নিয়ে বুধবার নাঘোষা বাজারে দু’দলের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে দু’দলের লোকজন শুক্রবার সকাল ১১টার দিকে সংর্ঘষে লিপ্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে উত্থান বিশ্বাস নামে এক যুবক গুলিবিদ্ধ হন। এ ছাড়াও এ সংঘর্ষে উভয় পক্ষের ১৯ জন আহত হয়েছেন।
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ব্রাদার খায়রুল ইসলাম জানান, গুলিবিদ্ধ উত্থানসহ গুরুতর আহত ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাগুরা সহকারী পুলিশ সুপার (এএসপি) সুদর্শন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫