ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

উদীচী ট্র্যাজেডি

যশোরে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
যশোরে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে উদীচী ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) সকাল ১১টায় শহরের টাউন হল মাঠের শহীদ বেদীতে উদীচীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, যশোর জেলা উদীচীর সভাপতি উপদেষ্টা ইকবাল কবীর জাহিদ, যশোরের সাবেক সিভিল সার্জন ডা. আতিকুর রহমান খান, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আমিরুল ইসলাম রন্টু, উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, জেলা আওয়ামী লীগ নেতা জহুর আহম্মেদ, মীর জহুরুল ইসলাম, আফজাল হোসেন, খয়রাত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু, মাহবুব হাসান ও ফয়সাল খান প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ৯টায় উদীচী প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।