ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ২টি পিস্তল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
তেঁতুলিয়ায় ২টি পিস্তল উদ্ধার ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে দু’টি পিস্তল (ইউএসএ-৭.৬৫) উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল দু’টি উদ্ধার করা হয়।


 
তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন বাংলানিউজকে জানান, ডাঙ্গাপাড়া এলাকার কয়েকজন পাথর শ্রমিক বেলা সাড়ে ১১টার দিকে একটি বাঁশঝাড়ে কাপড়ের টুকরোতে অর্ধমোড়ানো পিস্তল দু’টিকে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ‌এনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেনের উপস্থিতিতে পিস্তল দু’টি উদ্ধার করে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।