ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াং বাংলার জয়বাংলা কনসার্ট শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
ইয়াং বাংলার জয়বাংলা কনসার্ট শনিবার

ঢাকা: তরুণদের ৭ মার্চের অনুপ্রেরণায় অনুপ্রাণিত করতে ইয়াং বাংলা আয়োজন করছে জয়বাংলা কনসার্ট।
 
সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশনের তত্ত্বাবধানে ও ইয়াং বাংলার আয়োজনে শনিবার (০৭ মার্চ) দুপুর ১টায় রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে এ কনসার্টটি শুরু হবে।



এতে গান পরিবেশন করবে- ব্যান্ডদল ওয়ারফেইজ, আর্টসেল, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, ক্রিপটিক ফ্রেইড, শিরোনামহীন, নেমেসিস, আর্বোভাইরাস ও শুন্য।
 
ব্যান্ডদলগুলো নিজেদের গানের পাশাপাশি গাইবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর গানগুলো। যে গান ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করেছিল জীবন বাজি রাখতে।
 
১৯৭১ সালের এই দিন (০৭ মার্চ) হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে বেরিয়ে আসতে বঙ্গবন্ধুর উত্তাল ভাষণ বাংলার মুক্তিকামী জনতাকে ঐক্যবদ্ধ করেছিল। দেশের সম্ভাবনাময় সব অর্জনের সূচনা ও প্রচারের জন্য ইয়াং বাংলা এক সোপান হিসেবে কাজ কর‍ার লক্ষে যাত্রা শুরু করেছে।

ইয়াং বাংলা রুপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষে গঠিত সম্মিলিত তারুণ্যের কণ্ঠস্বর। দেশের সব যুবকদের সম্মিলিত করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।