ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও একটি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা সম্পাদক শারমিন রিনভীর মা সাজেদা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।
শুক্রবার (০৬ মার্চ) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা তার নামাজে জানাজা শেষে বিকেল ৩টায় রাজধানীর যাত্রাবাড়ীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাজেদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।
এ সংক্রান্ত এক বিবৃতিতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও নিহতের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫