ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে মটরশ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে মটরশ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা মটরশ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন।

শুক্রবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।



সম্মেলনে বলা হয়- বাস ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকদের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসন আয়োজন করে ফায়ার ফাইটিং মহড়া। সেই অনুষ্ঠানে ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান যোগদান করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোষাকের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। এরপর তাকে বোমা ককটেল দিয়ে ‘মিথ্যা’ মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার ও সাইদুর রহমনের মুক্তি না দিলে সোমবার থেকে জেলায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবে বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।