ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

তালায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
তালায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় মাদক বিক্রির দায়ে শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  
 
এছাড়া, মাদক সেবনের দায়ে ফারুক হোসেন ও আসাদুল ইসলাম নামে দুই যুবককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

 
 
শুক্রবার (০৬ মার্চ) বিকেল ৩টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এসব আদেশ দেন।  
 
দণ্ডাদেশ প্রাপ্ত শরিফুল ইসলাম উপজেলার শাহাপুর গ্রামের শহরআলী সরদারের ছেলে। ফারুক শাহাপুর গ্রামের শওকাত শেখের ছেলে এবং আসাদুল একই এলাকার মিনাজ শেখের ছেলে।
 
তালা থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাশ বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে তিন যুবককে আটক করা হয়।  
 
বিকেলে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক একজনকে কারাদণ্ড ও অপর দুই জনের জরিমানা করেন।
 
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।