ফেনী: দৈনিক ফেনীর সময়ের সহ-সম্পাদক রাশেদুল হাসানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের লস্করহাটে এ হামলার ঘটনা ঘটে।
রাশেদ স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও মোটবী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাশেদ তথ্য সেবা কেন্দ্রে কাজ করছিলেন। এ সময় লোকমান, সাইফুলসহ স্থানীয় আট থেকে ১০ যুবক হঠাৎ ইউনিয়ন পরিষদে এসে তাকে জোরপূর্বক সিএনজিচালিত ট্যাক্সিতে তুলে শাহাপুর স্বপ্নসেতু সংলগ্ন স্থানে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা তাকে লোহার রড ও ধারালোঅস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে হাত-পা ভেঙে দেয়।
এক পর্যায়ে মৃত ভেবে তাকে রাস্তার পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে ফেনীদে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান।
আহতাবস্থায় হাসপাতালে রাশেদ বাংলানিউজকে জানান, হামলার সময় দুর্বৃত্তরা ‘উপরের নির্দেশ’ এ হামলা চালানো হয় বলে জানায়।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অসীম কুমার জানান, তার বাম হাত ও ডান পা ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫