ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সৌদিতে কর্মীর পাসপোর্ট আটকে রাখলে দণ্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সৌদিতে কর্মীর পাসপোর্ট আটকে রাখলে দণ্ড

ঢাকা: সৌদি আরবে অভিবাসী শ্রমিকদের পাসপোর্টসহ জরুরি কাগজপত্র মালিকপক্ষ আটকে রাখলে তাদের বিরুদ্ধে ‍আইনানুগ ব্যবস্থা নেবে দেশটির শ্রম মন্ত্রণালয়।

কর্মী পালিয়ে যাওয়াসহ এ ধরনের সংকট এড়াতে অভিবাসী কর্মীদের পাসপোর্ট ও ‍অন্যান্য কাগজপত্র মালিকপক্ষের আটকে রাখার বিষয়ে শুক্রবার (৬ মার্চ) এ বক্তব্য দিলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রমবাজারের সংশ্লিষ্ট বিভাগ।

সৌদি শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে আরব নিউজ।

মন্ত্রণালয়ের মুখপাত্র তায়সির আল-মফরাজ বলেন, এ ধরণের কাজ (পাসপোর্টসহ জরুরি কাগজপত্র আটকে রাখা) আইনত দণ্ডনীয়। যারা এমন কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পাসপোর্ট বা জরুরি কাগজপত্র আটকে রেখে কখনো কর্মী আটকানো যায় না। এমন অনেক উদাহরণ আছে, পাসপোর্ট ফেলেই কর্মী পালিয়ে গেছে। তাছাড়া, কোনো কর্মী তিন মাস অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও নিয়োগ সংস্থার মাধ্যমে তার জায়গায় ‍অন্য কাউকে নিয়োগের সুযোগ পেয়ে থাকে।

জেদ্দার শ্রম কার্যালয়ের পরিচালক সুলতান আল-হারবি বলেন, মালিক পক্ষ যদি তার কর্মীর পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র আটকে রাখে, তাহলে তা শ্রম আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।