মেহেরপুর: মাদক রাখা ও বিক্রির দায়ে মেহেরপুরে কেসমত আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (০৬ মার্চ) দুপুরে ২টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত কেসমত আলী সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের বেলেপাড়া এলাকার বাসিন্দা।
বারাদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) আক্তার হোসেন বাংলানিউজকে জানান, সকালে বারাদী বাজার থেকে দুই পুড়িয়া গাঁজাসহ কেসমত আলীকে আটক করে পুলিশ। পরে বারাদী পুলিশ ক্যাম্পে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেসমত আলীকে হাজির করা হয়।
পরে সেখানে দোষী স্বীকার করায় বিচারক তাকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫