চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করার পর শুক্রবার (০৬ মার্চ) সকালে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।
আটক তিন ব্যবসায়ী হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গাতুরপাড়ার শহীদ মিয়া ছেলে তারেক রহমান (২২), একই উপজেলার শ্রীপুর এলাকার আজিজ (৪৫) ও শিবগঞ্জ নয়ালাভাঙ্গা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আব্দুল আলিম(৩৫)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এমএম ময়নুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শিবগঞ্জের পাইলিং মোড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ধানের চিটভর্তি একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ওই তিনজনকেআটক করা হয়।
পরে শুক্রবার সকালে তাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫