ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে তুলা ফ্যাক্টরির গোদামে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
সিলেটে তুলা ফ্যাক্টরির গোদামে অগ্নিকাণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে তুলার ফ্যাক্টরির গোদামে অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) বিকেল ৩টার দিকে নগরীর উত্তর বাগবাড়ি আল মদিনা আবাসিক এলাকার ৩৬৪নং বাসার কামাল বেডিং স্টোরের গোদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

তারা জানান, হঠাৎ করে ঘরের ভেতর থেকে আগুনের ফুঁলকি বের হতে থাকে। স্থানীয়দের খবরে দমকল বাহিনীরকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের টিম লিডার শাহীন আহমদ। অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাউন্সিলর মখলিছুর রহমান কামরান।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।