ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, মা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
গাংনীতে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, মা কারাগারে ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় মেয়েকে বাল্যবিয়ের চেষ্টার দায়ে রওশানারা খাতুন(৩৮)নামে এক অভিভাবককে ১৫ দিনে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার(০৬ মার্চ)দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিন এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত রওশানার খাতুন উপজেলার ভোলাডাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকার আশরাফ সিদ্দিকীর স্ত্রী।

আবুল আমিন বাংলানিউজকে জানান, দুপুরে ভোলাডাঙ্গা গ্রামের আশরাফ সিদ্দীকির মেয়ে স্থানীয় আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জান্নাতুলের বিয়ের আয়োজন চলছিল। এসময় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিয়ে বন্ধ করে দেয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনে বাবা আশরাফ সিদ্দীকি পালিয়ে গেলে তার স্ত্রী রওশানারা খাতুনকে আটক করা হয়। পরে বাল্য বিয়ে নিরোধ আইন ১৯ (৬) ধারায় কনের অভিভাবককে সাজা দেওয়ার বিধানে রওশানারা খাতুনকে ১৫ দিনের করাদণ্ড দিয়ে মেহেরপুর আদালতে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।