ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

এপ্রিলে মাওনা ফ্লাইওভার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
এপ্রিলে মাওনা ফ্লাইওভার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর শ্রীপুরের মাওনা চৌরাস্তা ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (০৬ মার্চ) বিকেল ৪টায় মাওনা চৌরাস্তায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।



এর আগে জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন মন্ত্রী।

তিনি বলেন, ইতোমধ্যে সড়কের শতকরা ৯৬ ভাগ কাজ শেষ হয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যানবাহন চলাচলের জন্য ফ্লাইওভারটি উন্মুক্ত করে দেওয়া হবে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত সেনাবাহিনীর কাজ মে মাস নাগাদ শেষ হবে বলেও এসময় ‍জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি বলেন, সড়ক পরিদর্শন করতে এসে বেশ কয়েকটি জায়গায় আমি যানজটে পড়েছি। যারা হরতাল আহ্বান করেছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে, যানবাহন চলছে। তারাই যেখানে তাদের কর্মস‍ূচি মানছেন না, সেখানে সাধারণ মানুষ তাদের কর্মসূচি কেন মানবেন!

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।